অনলাইন ডেস্ক | ২৯ আগস্ট ২০১৭ | ৭:৫১ অপরাহ্ণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের মাকে শ্বাসরোধে ও শিশু সন্তানকে জবাই করে হত্যা করেছেন শিশির দাস নামে এক যুবক।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময় তাদের হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ শিশিরকে আটক করেছে।
প্রতিবেশীরা জানান, ভাড়া বাসায় বৃদ্ধ মা সুন্দরী দাসকে (৫৫)শ্বাসরোধে ও নিজ শিশু কন্যা প্রিয়ন্তিকে (২) জবাই করে হত্যা করে শিশির।
নিহতদের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। ওই যুবক বোয়ালমারীতে বেঙ্গল বিস্কুট কোম্পানিতে চাকরির সুবাদে কামারগ্রামে বিভূতি সাহার বাড়িতে মা ও শিশু কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক বিভূতি সাহা ও তার স্ত্রী পুতুল সাহা জানান, ৬/৭ মাস আগে ওই যুবক বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
বিভূতি সাহা জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে ঘরের দরজা না খুললে দরজা ধাক্কিয়ে খুলে ভেতরে প্রবেশ করে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহের পাশে শিশিরকে বসে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তার গলায় কাটা দাগ রয়েছে। ওই যুবককে আটক করা হয়েছে। তিনি আরো জানান হতাশা থেকে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।