| ১৪ আগস্ট ২০১৭ | ৮:৫১ অপরাহ্ণ
মাগুরা পৌরসভা ২ নং ওয়ার্ড অন্তগত কুকনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সড়কের একটি অংশের রাস্তা সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় এলাকাবাসীর উদ্যগে মেরামতের কাজ চলছে। দীর্ঘদিন বেহাল অবস্থা ও পৌরসভার মেরামত না করার কারনে এলাকাবাসী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
ছাত্রলীগের সাবেক যুগ্ন সধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন এর উদ্যোগ ও এলাকাবাসীর সহায়তায় এই কাজ সম্পূর্ণ হচ্ছে।
এই সড়কে যাতায়াতকারী মোঃ রহিম বিশ্বাস এক জন ইজিবাইক চালক তিনি বলেন- রাস্তার এই অবস্থার কারনে আমার গাড়ী নিয়ে যাতায়াত করতে সমস্যা হয়,প্রায় সময় কাদায় বাইকের চাকা আটকে যায়,এর ফলে অনেক সমস্যা হয় বাড়ী যাতায়াত করতে।
লিমন হোসেন ৫ম শ্রেনীর ছাত্র,সে এই সড়ক দিয়ে স্কুলে যায়। এছাড়াও প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী এই সড়ক পথে যেতে গিয়ে কাদায় পড়ে স্কুল ড্রেস নস্ট করে ফেলে। এই ব্যাপারে লিমন বলে,দেখুন এই রাস্তা দিয়ে কিভাবে স্কুলে যাব?
২নং ওয়ার্ড কাউন্সিলর মসলেম উদ্দিন মঙ্গল বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই সড়কের টেন্ডার ও কাজ পাশ হবার পরেও এখনো কাজ শুরু হয়নি। এক কোটি ৩০ লক্ষ টাকার এ প্রকল্পের এ কাজ কবে শুরু হবে প্রশ্ন করা হলে তিনি এর কোন সঠিক সময় জানাতে পারেননি।