আসিফ হাসান কাজল- মাগুরা প্রতিনিধি: | ১১ জুলাই ২০১৭ | ১০:৩৯ অপরাহ্ণ
মাগুরার সদর থানার ছানার বট তলা সংলগ্ন বাবলু সাহা কালি মন্দিরের মূর্তি ভাঙতে গিয়ে মীর সোহেল নামে এক দুর্বৃত্ত ধরা পড়েছে।
মীর সোহেল মুক্তিযোদ্ধা মীর নাজমুল ইকুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলু সাহা কালি মন্দিরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ে মীর সোহেল। বর্তমানে তাকে মাগুরা সদর থানায় রাখা হয়েছে।