
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব হোসেন (৪৮) নিহত হয়েছেন। নিহত রাকিব হোসেন শহরের আর্দশ কলেজ পাড়ার শামসুল হকের ছেলে।
মাগুরা-ঝিনাইদহ সড়কের স্টেডিয়াম পাড়া এলাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাত ১০টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী আহত হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, নিহত রাকিব হোসেন স্টেডিয়াম এলাকার একটি দোকান থেকে কেনাকাটা শেষে নিজ বাড়ি ফিরতে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। আহত তিন মোটরসাইকেল আরোহীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar