আসিফ হাসান কাজল, মাগুরা প্রতিনিধি | ০৩ আগস্ট ২০১৭ | ১২:৪৯ পূর্বাহ্ণ
গত ৩০ শে জুলাই আজকের অগ্রবাণীতে- ‘দুই পরিবারের বিরোধের কারণে দেড় বছর ধরে জলাবদ্ধ স্কুল মাঠ’ শিরোনামে খবর প্রকাশিত হবার পর এলাকার মানুষের মাঝে সাড়া ফেলে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান সত্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এবং পারিবারিক বিরোধ এর মিমাংসা করতেও অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আজকের অগ্রবাণীকে বলেছিলেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বুধবার সত্যপুর বিদ্যালয়ে সকাল ৮ টার সময় উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের নেতৃত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাজাহান রহমানকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে পৌছান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর ও পরিচালনা কমিটি প্রধান মো: হাফিজুর রহমান ও স্থানীয়দের সঙ্গে নিয়ে সেই ইটের তৈরী দেয়াল ভেঙ্গে পানি নিস্কাশনের রাস্তা বের করেন। বর্তমানে পানি অপাসারন এর কাজ চলছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ, ছাত্র ও যুব সম্প্রদায়।
এই মহৎ উদ্যোগে সাহায্য ও এই খবর প্রকাশ করার জন্য স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের সকল শিক্ষার্থী আজকের অগ্রবাণীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও জেলা প্রশাসক মো: আতিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
জেলা প্রসাশক মহোদয় আতিকুর রহমান এর এমন তাৎক্ষণিক হস্তক্ষেপ এর জন্য ও সমস্যার দ্রুত সমাধানে মাগুরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে কৃতজ্ঞতা জানায় দৈনিক আজকের অগ্রবাণী।