পরশ উজির : | ১৭ জুলাই ২০১৮ | ৯:৫০ পূর্বাহ্ণ
মাদক বিক্রেতা ও ক্রেতাদের কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
সোমবার বিকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের কোন স্থান বাংলাদেশের মাটিতে হবে না। সে যেই হোক না কেন, মাদক বিক্রেতা ও ক্রেতাদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যেই অপরাধ করুক না কেন আইন তাদের শাস্তি দেবে।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার। উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরে দলের জন্য ভোট চাইতে হবে।
আয়োজিত কর্মী সমাবেশে কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নুল হক শরীফের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শরাফত হোসেন লাবলু মৃধা, দপ্তর সম্পাদক মোঃ খন্দকার শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী ইউ.পি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান ও রাতইল ইউ.পি চেয়ারম্যান বি.এম. হারুন আর রশিদ পিনু প্রমূখ।
এর পূর্বে তিনি রাজপাট ইউনিয়নের বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় কাশিয়ানী মুকসুদপুরের উন্নয়নের রুপকার জননেতা মুহাম্মদ ফারুক খান এমপি ও কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান বাবু সুব্রত ঠাকুর (হিল্টু) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজপাট ইউনিয়নের বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন। রাজপাট ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন সহ কয়েকটি উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন।
রাজপাট ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।