এম, এ, রউফ খান রিপন | ০৩ আগস্ট ২০১৭ | ৯:১৫ অপরাহ্ণ
গত একমাসে খুলনা আড়ংঘাটা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেফতার করে ৮টি মামলা দায়ের করেছে। এছাড়াও ১৫৫ গ্রাম গাজাসহ ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
পুলিশের ব্যাপক ধড়পাকড়ের কারণে মাদক ব্যবসায়ী এবং সেবকরা ভিটেমাটি ছেড়ে পালিয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ নিজেই প্রায় রাতভর অভিযানে থাকছেন।
পুলিশ সূত্র থেকে জানা গেছে যে, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গত ৩০ জুন তারিখে আড়ংঘাটা থানার দায়িত্ব গ্রহনের পর পুলিশি অভিযান জোরদার হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাথে সাথে মাদক সেবনকারী আর ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। গা ঢাকা দিয়েও তারা রক্ষা পাইনি। ব্যবসায়ীসহ মোট ১৯জনকে থানা পুলিশ আটক করে। এর মধ্যে ২জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। ইতিপূর্বে গত মে মাসে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধারের তেমন কোন তৎপরতা না থাকায় মামলা ও গ্রেফতার কম ছিল।
তবে বর্তমান অভিযানে এলাকাবাসীর মধ্যে ব্যপকভাবে সফলতার গুঞ্জন শোনা যাচ্ছে।