যশোর প্রতিনিধি: | ১৩ জুলাই ২০১৭ | ১২:৩৮ পূর্বাহ্ণ
যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বুধবার দুপুরে শহরের বকচর জামিয়া কুরআনিয়া ইলেকট্রিক প্রডাক্স কারখানায় এই অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘অভিযানকালে দেখা যায়, গোপনে ভাড়া নিয়ে জামিয়া কুরআনিয়া মাদরাসা ক্লাস রুমে ইলেট্রিক প্রডাক্টের কারখানা স্থাপন করা হয়েছে। সেখানে বিভিন্ন ব্রান্ডের নকল ইলেকট্রিক মালামাল তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। কারখানাটির পরিবেশ, ফায়ার সার্ভিস এবং কারখানা প্রতিষ্ঠান পরিদর্শকের ছাড়পত্র নেই।’
এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলাম ও মাদরাসার ম্যানেজিং কমিটির সম্পাদক মো. আব্দুস শহীদকে আইনের দুটি ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। পরে প্রতিষ্ঠনটি সিলগালা করে দেওয়া হয়।
তিনি আরো জানান, অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, র্যাব ও পুলিশ সদস্যরা।