
| বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মাদারীপুরে ইটভাটায় অভিযান চালিয়ে ১১টি মামলায় ১২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্বর) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন ও আল মামুন।
পরে পাঁচখোলা এলাকা থেকে খান ব্রিকসকে এক লাখ, জেএসবি ব্রিকসকে ২ লাখ, একেবি ব্রিকসকে একলাখ, মাদ্রিস বিকসকে একলাখ ও আমেনা কনস্ট্রাকশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মামুন।
অপরদিকে খোয়াজপুর এলাকা থেকে কেকেবি ব্রিকসকে এক লাখ, এজিবি ব্রিকসকে এক লাখ, অগ্রণী ব্রিকসকে ২ লাখ, আরএমবি ব্রিকসকে এক লাখ, নাবিল ব্রিকসকে এক লাখ, সুপার ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন। এ ছাড়া ওই এলাকার জিয়া বিকসকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আটক একজনের ৩ মাসের কারাদণ্ড দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোকসানা খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালতের দুটি টিমের মোট আদায়কৃত টাকার পরিমাণ ১২ লাখ ৯৫ হাজার। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পরিবেশ অধিদফতরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস উপস্থিত ছিলেন। এদিকে নিয়মিত অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।
Posted ৫:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar