
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ ইউনাইটেড জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে আটজন সিজারের রোগী ছিলেন। পরে নবজাতকসহ তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar