অনলাইন ডেস্ক | ১৪ অক্টোবর ২০১৭ | ৭:৪৯ অপরাহ্ণ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামের আকরাম হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। নিহত আকরাম ওই গ্রামের আনোয়ার কসাইয়ের পুত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকরাম পার্শ্ববর্তী জামির্ত্তা বাজারে মাংস বিক্রি করত। ওই এলাকার নয়া জামির্ত্তা গ্রামের এক স্কুলপড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আকরামের।
গত ২৫ সেপ্টেম্বর বিকেলে দুজন পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়নের ভাওয়ালিয়া গ্রামে এক আত্মীয় বাড়িতে ঘর-সংসার শুরু করেন তারা।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আকরাম, তার পিতা আনোয়ার, রবিন ও সুজনের নামসহ ৪ জনকে আসামি করে গত ৫ অক্টোবর সিংগাইর থানায় মামলা করেন।
জামির্ত্তা গ্রামের মৃত নজু ফকিরের ছেলে ইমান (৪৫) কৌশলে মীমাংসার কথা বলে গত শুক্রবার বিকেলে আকরামকে ফোন করে ডেকে আনে। শনিবার সকালে বাড়ির অদূরে একটি কড়ই গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহতের পিতা আনোয়ার কসাই বলেন, আবুল, ইমান, তারু ও বাবুল পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করে লাশ গাছে ঝুলিয়ে রাখে।
নিহতের স্ত্রী উর্মি বলেন, আমার স্বামী আত্মহত্যা করতে পারে না। তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
উর্মির পিতা আবুল হোসেন জানান, আকরামের মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানি না।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।