অনলাইন ডেস্ক | ২৫ আগস্ট ২০১৭ | ১২:০৮ অপরাহ্ণ
ফেসবুকে শেয়ার, লাইক ও কমেন্টের ঝড়। যার কেন্দ্রবিন্দুতে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, প্রায় ছাগলের মতো দেখতে একটি প্রাণিকে ধরে রেখেছেন এক ব্যক্তি। যার মুখ অন্য সাধারণ ছাগল ছানার মতো নয়। আর এখানেই সকলের দৃষ্টি।
ভারতের কোনো এ রাজ্যের ঘটনা এটি। সমীরা আয়সা নামের এক যুবতী ভিডিওটি ফেবসুকে পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়ে যায়। শেয়ার, লাইক আর কমেন্টসের ঝড় ওঠে।
ভিডিওটিতে দেখা যায়, ঠিক যেন কোনো এক বয়স্ক ‘ভদ্রলোক’। টাক মাথা, লম্বা নাক, চওড়া চোয়াল। এমনকী মাঝে মধ্যে জিভ বের করে ঠোঁট চেটে নেয়ার ধরনটাও অবিকল মানুষের মত।