
| মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য সেবার মান আরও বাড়ানো কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বললেন, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থাগুলোর ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে এ সব কথা বলেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজ করার দায়বদ্ধতা আরো বেড়ে গেলো জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে কাজ করার সময় এখন। ডিজিটাল পদ্ধতি কাজ সহজ করে দিয়েছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এ জন্য দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে সবাইকে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar