অনলাইন ডেস্ক | ১৯ মার্চ ২০১৭ | ৯:০৯ পূর্বাহ্ণ
হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল হাত মেলানোর প্রস্তাব দিলেও তাতে সায় দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এ ঘটনা ঘটে। দ্য ইন্ডিপেনডেন্ট ও টেলিগ্রাফের খবরে বলা হয়, হাত না মেলানোর ঘটনাটা তেমনই মনে হয়েছে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। গত শুক্রবার ওভাল অফিসে মারকেলকে স্বাগত জানান ট্রাম্প। বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন দুই নেতা। পরে মারকেলকে সঙ্গে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে উপস্থিত হন। তবে বিপত্তি ঘটে তখনই যখন ফটোগ্রাফাররা দুই নেতাকে হাত মেলাতে বলেন। এ সময় ট্রাম্পের দিকে ঘুরে মারকেল জানতে চান তিনি হাত মেলাবেন কি-না? ওই সময় ট্রাম্প সামান্য ঘুরছেন মনে হলেও তিনি হাসি মুখে দুই পায়ের ওপর দুই হাত রেখে ছবি তোলার জন্য পোজ দিয়ে যেতে থাকেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |