
ডেস্ক | রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
রাজধানীর মালিবাগে র্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছেন র্যাব। তার নাম ইকবাল আহমেদ। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।
রোববার সকাল সাতটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। ‘গোলাগুলির’ পর ঘটনাস্থল থেকে প্রায় লক্ষাধিক পরিমাণ ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।
এ তথ্যের সতত্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি বলেন, মাদক কারবারিরা মাদক নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। এমন খবরে র্যাব সদস্যরা মালিবাগ এলাকায় ওঁৎ পেতে থাকে।
পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই এক মাদক কারবারি নিহত হয়। আহত হয় দুইজন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং লক্ষাধিক পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গুরুতর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar