অনলাইন ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০১৭ | ১১:৫৩ অপরাহ্ণ
মিয়ানমারের রাখাইনেরোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের জেরে মালয়েশিয়ায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের নিন্দা ও অভিযান বন্ধের আহ্বান জানাতে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপই নেয়নি যে, যার ফলে শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতি দেখা যাবে। এই রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইনে বসবাস করেন।
এক বিবৃতিতে আনিফাহ আমান বলেন, ‘রাখাইনের এ পরিস্থিতিতে মালয়েশিয়া বিশ্বাস করে যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও বৈষম্যের বিষয়টি উচ্চতর আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা উচিত।’