
ডেস্ক | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
মাশরাফি বিন মর্তুজা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর দুই দিনের ব্যবধানে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বাংলাদেশের ওয়ানডের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।
সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব ফেরার আগ পর্যন্ত জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকা পালল করবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন মুমিনুল। তার অধীনেই আগামী মাসে ফের পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচের আগে পাকিস্তান সফরে তামিম ইকবালের নেতৃত্বে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar