অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল ২০১৭ | ৪:০২ অপরাহ্ণ
অধিনায়ক থেকে অবসর নিলেও যতদিন ফিট থাকবেন ততদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানিয়েছেন।
তিনি বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য। তাদের দলকে আরো অনেক কিছু দেয়ার আছে। মাশরাফি দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই। যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফি ক্রিকেট খেলবে।
তিনি আরও বলেন, মাশরাফি একটা জিনিস সব সময় বলে আসছিল যে, এই টি টুয়েন্টি সিরিজটা ক্যাপ্টেন হিসেবে তার শেষ সিরিজ। তার মানে স্কোয়াড থেকে বাদ যাচ্ছে না। তিনি টি-টোয়েন্টি খেলে যাবেন।
এর আগে মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলা শুরুর আগে মাশরাফি ফেসবুক স্টাটাসে অবসরের ঘোষণা দেন। তিনি বলেন ‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়। ’
ম্যাচের টসের সময়েও তিনি ধারাভাষ্যকার ডিন জোনসকে জানিয়ে দেন তার টি-টোয়েন্টি থেকে অবসরের কথা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |