
ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট
মাস্ক পরে মদের দোকানে এসেছেন দলে দলে। করোনার দিনেও মদের নেশা তাদের রেহাই দেয়নি। কিন্তু পুলিশের প্যাদানি খেতে শেষশেষ খালি মুখেই ঘরে ফিরতে হলো। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবাংলার। উত্তর ২৪ পরগনায়।
মদপান করতে যারা এসেছিলেন তারা খেয়েছেন উত্তমমাধ্যম। আর দোকানিকে পুলিশ গ্রেফতার করেছে। কেননা, সেখানে এখন লকডাউন চলছে। তা সত্ত্বেও মঙ্গল ও বুধবার দেখা যায়, মাস্ক পরেই ক্রেতারা মদের দোকানে লাইন দিয়েছেন। মধ্যমগ্রাম, বারাসত, বামনগাছি, দত্তপুকুর, দেগঙ্গার বেশ কিছু সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের পাশাপাশি মদের কালোবাজারিও হয় বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দেশটির গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, ‘যে সব পানশালা এবং মদের দোকান নিয়ম মানেনি, সেগুলো বন্ধ করে মালিকদের গ্রেফতার করা হয়েছে। বিধি ভঙ্গ করলেই কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়দের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মদের দোকান বন্ধ করেননি মালিকেরা। ঠেসাঠেসি করে ক্রেতারা দোকানের সামনে দাঁড়িয়ে মদ কিনেছেন
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar