
| শনিবার, ২১ মার্চ ২০২০ | প্রিন্ট
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজন করায় শুক্রবার রাতে দুই যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সে আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করে মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ির কিছু মানুষ।
সংবাদ পেয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সেখানে গিয়ে মাহফিলে শতাধিক মানুষের জমায়েত দেখতে পায়। পাশাপাশি তথ্য প্রমানের ভিত্তিতে এ গ্রামের হাফিজার রহমানের ছেলে আকাশ রহমান ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেনকে এ দু’জনকে পাঁচ হাজার টাকা ক’রে জরিমানা করা হয়।
এ সময় সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করা হয়। অভিযুক্তরা এ মাহফিলের মুল আয়োজক।
আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় এ অভিযান চালাচ্ছে। তারা একই সাথে বাজার তদারকি, জনসচেতনতা, গণজমায়েত বন্ধের পরামর্শ ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার জন্য প্রচার চালাচ্ছে। মাগুরায় শুক্রবার পর্যন্ত ১৩৮ জন প্রবাসী কোয়ারেন্টিনে আছেন ।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar