নিজস্ব প্রতিবেদক: | ১১ সেপ্টেম্বর ২০১৭ | ১০:৪১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম শিহাব উদ্দিন তালুকদারের (মাহাবুব তালুকদার) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জয়নগর এমইউ সিনিয়র আলিম মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে মহেশপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব শাহজাহান মিয়া (সাইজা মিয়া), আজকের অগ্রবাণীর সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক, মরহুম শিহাব উদ্দিন তালুকদারের ভাই সালাহ উদ্দীন আহমেদ, সাইফুল মেম্বার, লাভলু মোল্যা, গিয়াস উদ্দিন আহমেদ, আমিনুর শরীফ, শফিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে জয়নগর এমইউ সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সকল ছাত্ররা উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন জয়নগর এমইউ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুকুজ্জামান মোল্যা।