অনলাইন ডেস্ক: | ১৩ জুলাই ২০১৭ | ৮:৩৪ অপরাহ্ণ
মেয়ে আলাইনা হাসান অব্রি বড় হচ্ছে, নতুন নতুন কাণ্ডকারখানায় ভরিয়ে রাখছে বাড়ির আঙিনা। তাতে অবশ্য খুশিতে মজছেন সাকিব-শিশির। ইদানিং নতুন নতুন ভঙ্গিমায় যেন আরও আদুরে হয়ে উঠছে অব্রি। শুধু কি তাই, ইদানিং মায়ের পরিচ্ছদেও নজর পড়েছে দেড় বছরের সাকিব কন্যার!
সপরিবারে সাকিবের সাত দিনের চীন সফর শেষ হয়েছে আগেই। সেখানে দারুণ সময় কেটেছে অব্রির। বাবা-মায়ের সঙ্গে ঘুরেঘুরে দেখেছে বিশ্বের অন্যতম সেরা পর্যটন দেশটি। বেড়াতে গিয়েই মায়ের হ্যাট মাথায় দিয়ে দুষ্টুমিতে মেতেছে সে। মুহূর্তটি ক্যামেরায় বন্দী করতে সময় নেননি সাকিবের স্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সেই ছবি প্রকাশ করেন শিশির। লিখেছেন, ‘মায়ের জিনিস নিয়ে সে (অব্রি) মজা করতে খুব পছন্দ করে। আমার ছোট্ট রাজকন্যা।‘
ভ্রমণ শেষ হয়েছে। বাবা-মার সঙ্গে দেশে ফিরেছে অব্রি। বাবা ফিরেছেন খেলার মাঠে, মায়ের আদরই এখন দিনের সঙ্গী।