অনলাইন ডেস্ক: | ১৫ জুলাই ২০১৭ | ৭:৩০ অপরাহ্ণ
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার মা ফরিদা খান হেনা মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বারডেমে তিনি মৃত্যুবরণ করেন।
দুপুর পৌনে তিনটায় নিজের ফেসবুক ওয়ালে একথা নিশ্চিত করেন শার্লিন।
ফরিদা খান হেনা দীর্ঘদিন থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২৬ জুন ভোর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
শুক্রবার সকালে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। শেষ সময়গুলো শার্লিন মায়ের সঙ্গেই কাটিয়েছেন।
ছোট পর্দায় অভিনয়ের শুরু থেকেই দর্শকপ্রিয় শার্লিন ফারজানা। সম্প্রতি তিনি চলচ্চিত্রে কাজ করার লক্ষ্যে মঞ্চে কাজ করছেন।
তিনি তারিক আনাম খানের নাট্যদল- নাট্যকেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছিলেন।