নিজস্ব প্রতিবেদক: | ১৩ জুলাই ২০১৭ | ৬:২৮ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের দিন ইউটিউবে প্রকাশ হয়েছে মডেল প্রিয়াংকা জামানের প্রথম মিউজিক ভিডিও ‘এক পলকে’। ইতিমধ্যে ভিডিওটি ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। দুই লাখ ভিউয়ারস ভিডিওটি দেখেছেন। নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছেন প্রিয়াংকা জামান।
এক পলকে গানটি লিখেছেন গীতিকার এইচএম রিপন, সুর দিয়েছেন অমিত, কণ্ঠ ও সংগীত পরিচালনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি। খুব অল্প সময়েই প্রিয়াংকা জামান বিজ্ঞপনে মডেল হয়ে এবং ‘শেখা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই অনবদ্য নাচের জন্য নৃত্যশিল্পী হিসেবে পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন দুবার। বেস্ট অভিনেত্রী হিসেবেও পেয়েছেন স্টার অ্যাওয়ার্ড।
দর্শকদের উদ্দেশে অভিনেত্রী প্রিয়াংকা জামান বলেন, ‘আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরো ভালো গল্পের চরিত্রে অভিনয় করে আপনাদের উপহার দিতে পারি।’