অনলাইন ডেস্ক | ১১ এপ্রিল ২০১৭ | ৭:৩০ অপরাহ্ণ
দেশীয় হস্তশিল্পের বিকাশ ও প্রসারে একটি ‘মিনি জামদানি মেলা’র আয়োজন করছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
পহেলা বৈশাখকে সামনে রেখে জামদানিপ্রেমীদের জন্য আগামী বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজের বাংলানিউজ চত্বরে এ মেলা বসবে।
এতে খাঁটি সুতোয় বোনা রঙ-বেরঙের নজরকাড়া সব জামদানি শাড়ি নিয়ে হাজির থাকবেন নারায়ণগঞ্জের বিখ্যাত জামদানি পল্লীর কারবারিরা। সাশ্রয়ী দামে এগুলো কেনাও যাবে।
জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতির কারণে ইউনেস্কো একে একটি ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। ঢাকাই জামদানির কদর বিশ্বজুড়ে।
কিন্তু যথাযথ পারিশ্রমিকের অভাব এবং নতুন ও দক্ষ কারিগর তৈরি না হওয়ায় দিন দিন এ শিল্প হারিয়ে যেতে বসেছে। এ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের বিকাশ ও প্রসার কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দিতেই বাংলানিউজ এই মিনি জামদানি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে।