অনলাইন ডেস্ক | ২৪ জুলাই ২০১৭ | ৭:৫৬ পূর্বাহ্ণ
রাজধানীর মিরপুরে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের বাসায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
রাসেল নামের ওই কিশোর এএসআই নজরুল ইসলামের ছেলে-মেয়েদের দেখাশোনা করতেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক অজিত রায় জানান, রবিবার বিকালে খবর পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে রাসেলকে মৃত অবস্থায় পান।
“নজরুলের পরিবারের সদস্যরা আমাকে বলেছে, রাসেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
নজরুল আর্ম পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। রাসেলের বাড়ির ঠিকানা বা তার কোনো আত্মীয়-স্বজনকে পাওয়া যায়নি বলে অজিত জানান।
“সে কেন গলায় ফাঁস দিল, না কি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে দেখা হবে,” বলেন তিনি।