অনলাইন ডেস্ক: | ১৬ জুলাই ২০১৭ | ৮:৫০ অপরাহ্ণ
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লেগুনার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৮ জন।
রোববার দুপুরে মিরসরাই পৌরসভার কাছে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মিরসরাই থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই পুরুষ। নিহতদের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করেছে পুলিশ। তবে উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।