অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল ২০১৭ | ১২:১৩ অপরাহ্ণ
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচে আজ (১ এপ্রিল) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। তবে ওপেনার থারাঙ্গা-গুনাথিলাকার ব্যাটিংয়ে শুরু থেকেই বেশ চাপে টিম বাংলাদেশ। অবশেষে, কুশাল মেন্ডিসকে মিরাজ থামানোর পর এবার থারাঙ্গাকে থামালেন তাসকিন।
এ রিপোর্ট লেখা অবধি লঙ্কানরা ২০ ওভারে দুই উইকেটে তুলেছে ১১৬ রান। কুশাল মেন্ডিস ২১ আর দিনেশ চান্দিমাল ১৩য রানে ব্যাট করছেন।
এর আগে, ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদি মিরাজের ওভারে বিদায় নেন ওপেনার দানুসকা গুনাথিলাকা। ৩৮ বল মোকাবেলা করে তিনটি চার আর একটি ছক্কায় ব্যক্তিগত ৩৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৭৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা।
এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন টাইগারদের গতির ঝড় তোলা তাসকিন আহমেদ। ওপেনার উপুল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করেন তাসকিন। সম্পূর্ণ পরাস্ত হয়ে বিদায়ের আগে থারাঙ্গার ব্যাট থেকে আসে ৩৫ রান। ৩৫ বলে পাঁচটি চার আর একটি ছক্কায় লঙ্কান দলপতি থারাঙ্গা তার ইনিংসটি সাজান। দলীয় ৮৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচে রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৯০ রানের এক দাপুটে জয় তুলে নেয় টাইগারা। দ্বিতীয় ম্যাচেও সেই দাপট অব্যাহত রেখে ডাম্বুলা দিয়েই লঙ্কাবধের মহাকাব্য লিখতে প্রস্তুত ছিল বাংলাদেশ। কিন্তু, তা আর হলো না, ক্রিকেটে সব সময়ের অনাহুত অতিথি ‘বৃষ্টি’ বাধায় সেদিনের সেই আশা ভেস্তে গেল। তবে একেবারে শেষ হয়ে যায়নি। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি মাশরাফিরা-থারাঙ্গা। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |