
ডেস্ক | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ১২টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বুধবার ভোররাতে হামলার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।
এদিকে ইরানের মিসাইল হামলার জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরণের হামলা চালালে মার্কিন ভূখণ্ডে হামলার হুমকি দিয়েছে তেহরান। খবর সিএনএন।
মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে তাকে বিশাল জনসমাগমের সামনে বলতে শোনা যাচ্ছে- যুক্তরাষ্ট্র সম্ভবত আমাদের আঘাত করবে। কিন্তু আমরা তাদের আরো বেশি আঘাত করবো।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আমি এক সময় (ওবামার শাসনামলে) বলেছিলাম, হিট এন্ড রান (হামলা করে লুকিয়ে পড়া) এর সময় শেষ। তোমরা যদি আঘাত করো আমরাও পাল্টা আঘাত করবো।
তবে ভিডিওটি কবে ধারণ করা তা জানা যায়নি।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar