অনলাইন ডেস্ক: | ১৬ জুলাই ২০১৭ | ৮:৫২ অপরাহ্ণ
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাঙ্গতাউ শহরে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অপর ১ জন। রোববার মিয়ানমারের বার্তা সংস্থা এ তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার সকালে ওই ৪ ব্যক্তি পিয়াউং পিক ও এনজিএ সার কিউ গ্রামের মধ্যবর্তী স্থানের একটি পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিস্ফোরণটি ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের উদ্ধার করে মাঙ্গতাউ হাসপাতালে পাঠান।
দেশটির পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মাইনটি ইচ্ছা করে পেতে রাখা হয়েছিল না কি আগের কোনো সহিংসতার সময়ের পরিত্যক্ত মাইনে এ বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি ঘরে প্রস্তুত করা মাইন। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বোমার বিস্ফোরণ ঘটে।
এদিকে, চলতি সপ্তাহে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই রাজ্যের ইয়াথেডাউং শহর থেকে আরো আট জনকে গ্রেপ্তার করেছে।