
তারিকুল ইসলাম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মুকসুদপুর থানার ওসি সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সকালে মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচড়া গ্রামের সজিব শেখ পার্শ্ববর্তী গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পেতেন। মঙ্গলবার এই টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar