মো: তারিকুল ইসলাম: | ১২ জুন ২০১৭ | ৭:২৭ অপরাহ্ণ
মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে নাম্বার ওয়ান কসমেটিক্স’ নামে এক নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ওই নকল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক কে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম জানান, উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের জনৈক করম আলীর ছেলে আরিফ দীর্ঘদিন ধরে বাটিকামারী বাজারের পূর্ব পাশে একটি বাড়ী ভাড়া নিয়ে নকল ও ভেজাল বিভিন্ন প্রসাধনী তৈরী এবং বাজারজাত করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মুকসুদপুর থানার এ,এস,আই লাভলু সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পরে বাড়ির এক কক্ষ থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, প্রসাধনী তৈরীর ক্যামিকেল ও মোড়ক জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।