
তারিকুল ইসলাম | রবিবার, ১৪ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৯২ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ৪৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মাদ।
জানা যায়, ১৪ মে রবিবার মুকসুদপুর পৌরসভায় ৪ জন, উজানি ১ জন, বহুগ্রাম ১ জন, গোবিন্দপুরে ১ জন। গত ১৩ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ৭ জনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে।
মুকসুদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদর রহমান জানান, উপজেলায় করোনা উপসর্গে নিয়ে গতকাল ১৩ মে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী নমুনা পরীক্ষার করোনা সনাক্ত হয়েছে। মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে গার্ড অব অনার প্রদান শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহয়তায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar