
তারিকুল ইসলাম | শুক্রবার, ১২ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার নিহত ও ১০জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সাথে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে৷ গুরুতর আহতরা হলো সাহিদুল শেখ, মোফা শেখ, জসিম মোল্যা, লিয়াকত মোল্যা ও সুজন শেখ।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল জানান, একই গ্রামের তৈয়ব আলী মুন্সী ২৫ হাজারটা সুদে দিয়েছিলেন জালালকে। এছাড়াও সে আরো অনেক লোকের কাছ থেকে টাকা সুদে নিয়ে এলাকা থেকে উধাও হয়। পরবর্তীতে তার বোন এক লাখ টাকা দেয় তার পাওনাদারকে ভাগ করে দেয়ার জন্য। সেই টাকা দেয়ার দায়িত্ব নেন মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার। শুক্রবার সকালে সেই টাকা দিতে চাইলে তৈয়ব আলী মুন্সী ১০ হাজার টাকা নিতে অস্বীকার করে এবং সাহেব আলী খন্দকারকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নেয়া হয়। মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar