
তারিকুল ইসলাম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় জাফর মুন্সী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মুকসুদপুর সদর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মুন্সী (৬০) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রইচ ফকির জানান, ভাটিয়াপাড়া থেকে বরইতলাগামী একটি লোকাল মিনি বাস (ফরিদপুর -গ- ৩৮০) মুকসুদপুর কলেজ মোড়ে দ্রুতগতিতে এসে একটি ভ্যানের পিছনে ধাক্কা দেয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত ভ্যান চালক জাফর মুন্সীকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে জাফর মুন্সী মারা যায়।
মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ সত্যতা স্বীকার করে বাংলার নয়নকে জানান, ঘাতক ঘাতক বাসটি এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar