মুকসুদপুর থেকে তারিকুল ইসলামঃ | ০১ জুলাই ২০১৮ | ১২:২৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। ৩০ জুন শনিবার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন পরিষদে দিন্যাপি এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবার তত্বাবধান করেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুন মন্ডল। সহযোগিতা করেছেন গোপালগঞ্জের শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থ সার্জারী) প্রকল্প পরিচালক ডা. ন্ডমায়ুন কবির । চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিভাগে ডা. বুদ্ধদেব মন্ডল, ডা. ভষ্মীদেব মন্ডল, ডা. শফিকুল ইসলাম, গাইনী বিভাগে ডা. কমলেশ বিশ্বাস, ডা. রুমানা আফরোজ, শিশু বিভাগে ডা. জয়শ্রী চক্রবর্তী, অর্থ সার্জারী বিভাগে ডা. নির্মল কান্তি বিশ্বাস, ডা. হুমায়ুন কবির, ডা. মো. ফজলুল হক, দন্ত বিভাগে ডা. দেবাশীষ বিশ্বাস, ডা. সৌরভ বিশ্বাস, হ্নদ রোগ বিশেষজ্ঞ ডা. আমির হোসেন প্রমুখ। চিকিৎসা সেবার পরিচালনাকারী উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান নানান রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান গ্রামের প্রান্তিক মানুষদের মৌলিক অধিকার রক্ষায় উদ্যেক্তাদের অর্থায়নের প্রায় দেড় লাখ টাকার ৩১ রকমের ওষুধ দিয়ে চিকিৎসেবা দেওয় হয় । এছাড়াও প্রায় এক হাজার সাধারণ মানুষের ডায়াবেটিস, রক্ত পরিক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বিনামুল্যে চিকিৎসা সেবা এখন থেকে প্রতি বছরই দেয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও মুকসুদপুর সংবাদ এর সম্পাদক মন্ডলির সভাপতি আবু এম ফারুক।