গোপালগঞ্জ প্রতিনিধি: | ২৭ নভেম্বর ২০১৭ | ১২:১৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে রিক্তা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
পরে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত রিক্তার স্বামী মোর্তুজা মোল্লা মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা ও অফিসের নৈশ প্রহরী। তিনি স্বামীর সঙ্গে মুকসুদপুর উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।