কোটালীপাড়া প্রতিনিধি : | ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ২:৫৪ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভূতেরবাড়ী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
আজ শুক্রবার উপজেলার ভূতেরবাড়ী গ্রামে ভূতেরবাড়ী ক্রেডিট ইউনিয়নের প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূতেরবাড়ী ক্রেডিট ইউনিয়নের আয়োজনে “হাউজ অফ প্রেয়ার কানেকশনস্ ” এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও ভূতেরবাড়ী ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাসকে ‘মানব বন্ধুু’ উপাধি ঘোষিত স্মারকপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব প্রেয়ার কানেকশনস্ এর চীপ কাউন্সিলর পালক শশাংক বাগচী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা পরিমল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মন্টু বিশ্বাস, সেনাবাহিনী সদস্য দীপঙ্কর মন্ডল,সাংবাদিক, সহ ভূতেরবাড়ী ক্রেডিট ইউনিয়নের সদস্যবৃন্দ ।