অনলাইন ডেস্ক: | ২১ জুলাই ২০১৭ | ৪:১৩ অপরাহ্ণ
মিনি স্কার্ট পরে ব্যাপক আলোড়ন তোলা সৌদি আরবের সেই নারী মডেলকে অবশেষে মুক্তি দিয়েছে পুলিশ। সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিশনস এক বিবৃতিতে বলেছে, তাকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে করা মামলা ক্লোজ করে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিনি স্কার্ট পরা একটি ভিডিও প্রকাশের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা নিয়ে সৌদি আরবের সামাজিক মিডিয়া সহ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তার মুক্তি দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। অবশেষে তার অজান্তে কেউ ওই ভিডিও সামাজিক মিডিয়ায় পোস্ট করেছে তদন্তকারীদের কাছে এমন বক্তব্য দিয়েছেন মডেল খুলুদ। এরপরই পুলিশ তাকে মুক্তি দিয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, কোনো এক গ্রামের ফাঁকা মাটির পথে হেঁটে যান মিনি স্কার্ট পরা মডেল খুলুদ। এতে তার শরীরের অনেক অংশ অনাবৃত থেকে যায়, যা সৌদি আরবের সমাজে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তার এই হেঁটে যাওয়া দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। সেই ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তার পক্ষে ব্যাপক সমর্থন প্রকাশ করতে থাকেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। এ সময় অনেক টুইটার ব্যবহারকারী গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের মেয়ে ইভানকার সৌদি আরব সফরের প্রসঙ্গ উত্থাপন করেন। তারা বলেন, তারা তো সৌদি আরবের বোরকা প্রথা মানেন নি। তারা প্রচলিত পোশাক পরেন নি। এর সমালোচনা করে ফাতিমা আল ইসা নামে একজন টুইট করেছেন। তিনি লিখেছেন, যদি কোনো নারী হন বিদেশি তখন তারা তার কোমরের সৌন্দর্য্য নিয়ে, তার চোখ নিয়ে প্রশংসায় স্তুতি গাইবেন। কিন্তু এক্ষেত্রে নারীটি একজন সৌদি তাই তারা তাকে গ্রেপ্তার করেছে।