
ডেস্ক | সোমবার, ০৯ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধন ও মুজিব বর্ষের অনুষ্ঠান সূচি পুনরায় নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল রবিবার (০৮ মার্চ ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রী জানান, মুজিববর্ষের অনুষ্ঠান সূচি পুনরায় নির্ধারিত হচ্ছে। জনসমাবেশ এড়িয়ে ঘরোয়া অনুষ্ঠানের দিকে আমরা নজর দিচ্ছি।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান কীভাবে আয়োজন করা যেতে পারে তা নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar