
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
“মুজিববর্ষের অঙ্গীকার, অসহায়, দুঃস্থের পাশে থাকার” এই শিরোনামে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
‘কাশিয়ানী উপজেলায় নতুন করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের নিমিত্ত প্রতি ইউনিয়ন পরিষদে উম্মুক্তভাবে যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
মহেশপুর ইউনিয়ন ২০.০১.২০২০, পুইশুর ইউনিয়ন ২৫.০১.২০২০, হাতিয়াড়া ইউনিয়ন ২৭.০১.২০২০, ও পারুলিয়া ইউনিয়ন ২৮.০১.২০২০ তারিখ।
ইতোপূর্বে বেথুড়ি ইউনিয়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকভাবে প্রতি ইউনিয়নে যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
আপনার পরিচিত অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যাক্তিকে উল্লিখিত তারিখে সকাল ১০.০০ ঘটিকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে উপস্থিত হবার পরামর্শ দিন।
ভাতা তালিকায় অন্তর্ভূক্তির নামে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো। তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে কোন অনিয়ম পরিলক্ষিত হলে তা উপজেলা সমাজসেবা অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।’
Posted ১০:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar