
ডেস্ক | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | প্রিন্ট
মুজিববর্ষ উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৭ মার্চের অনুষ্ঠান হবে ভিন্ন আঙ্গিকে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আমন্ত্রিত অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী এটি স্থগিত করেছেন। কোনো এক বিশেষ সময়ে এ সফর আবার চূড়ান্ত হবে। ইতালি একটি আইন করেছে, কারো শরীরে করোনা ভাইরাস থাকলে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তারা অমান্য করে দেশে এসেছে। ইতালির আইনেই তাদের বিচার হওয়া উচিত।
Posted ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar