
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বিপিএলের চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করে খুলনার সামনে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চ্যালেঞ্জার্স। জবাবে আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিমের ব্যাটে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় খুলনা টাইগার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানের মাথায় ওপেনার কেনার লুইসকে হারায় (১) চট্টগ্রাম। এরপর দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৫৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন উইল জ্যাকস এবং আফিফ হোসেন। দুর্দান্ত এই জুটি ভাঙে উইল জ্যাকস ২৩ বলে ২৮ রান করে থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে ফিরলে।
Posted ৭:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar