
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
ব্রিটিশ করজারভেটিভ দলের এমপি নুসরাত ঘানি শনিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাতকারে অভিযোগ করেছেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব গেছে তার।
সাক্ষাতকারে নুসরাত বলেন, মন্ত্রিত্ব যাওয়ার কারণ জানতে চাইলে তাকে পার্টির হুইপ বলেছিল তার ‘মুসলিমতা’ একটি সমস্যা হিসেবে উত্থাপিত করা হয়েছে। একই সঙ্গে মুসলিম নারী মন্ত্রিত্ব পদ তার সহকর্মীদের অস্বস্তির কারণ ছিল।
এছাড়া তিনি জানান, আমাকে বলা হয়েছিল ‘আমি দলের প্রতি অনুগত ছিলাম না কারণ আমি ইসলামফোবিয়ার অভিযোগের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করিনি’।
‘এটা শুনে আমার কাছে পেটে লাথি খাওয়ার মতো মনে হয়েছিল। আমার নিজেকে অপমানিতবোধ এবং শক্তিহীন মনে হয়েছিল,’ বলেন নুসরাত।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪৯ বছর বয়সী নুসরাতকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী থেকে বরখাস্ত করা হয়।
সূত্র: আনাদোলু।
Posted ২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar