| ০৪ মার্চ ২০২১ | ১১:২২ অপরাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আগামী আসরের জন্য মুস্তাফিজকে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এখন মুস্তাফিজকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে দলটির।
একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকবে শ্রীলঙ্কার সঙ্গে। ওই সময় বাংলাদেশের খেলা থাকার কারণে আইপিএলে খেলার সম্ভাবনা কমে গেছে বাংলাদেশের এই তারকার।
মুস্তাফিজকে কিনে তাহলে কি ভুল করেছে রাজস্থান? আজ দলটির চেয়ারম্যান হঠাৎ করেই বাংলাদেশে এসেছিলেন। সেখানে এসে কথা বলেছেন এটা নিয়েও। তিনি বলেন, “আশা করি সে আমাদের হয়ে খেলবে। যদিও দেশের দায়িত্ব আগে। ফিজকে আমরা দলে নিয়েছি। আমরা তার জন্য বিড করেছি। কিন্তু দেশের প্রতি দায়িত্ব আগে। এরপর রাজস্থান। অতএব দেখি কি হয়।
“আমার মনে হয় সে জাতীয় দলে ডাক পাবে। যদি সেটা না হয় তাহলে আমরা তো আছিই। আরেকটি বিষয় হচ্ছে- বাংলাদেশে কলকাতা এবং চেন্নাইর পরই আমাদের ভালো ফ্যান বেইস আছে। তাই আমরা বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে আমাদের ফ্যান বেইস বাড়াতে চাই।”