অনলাইন ডেস্ক | ০১ জুন ২০১৭ | ৩:০০ অপরাহ্ণ
জিনিসপত্রের দাম সহনীয় রাখতে আগামী ২০১৭-১৮ অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ হারে বাড়বে। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যে বাজেট অনুমোদন দেওয়া হয়েছে, তাতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন।
নিজের জীবনের ‘সেরা বাজেট’ আজ ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে জনগণের ওপর করের ভার চাপানো যাবে না ভেবে এবার পরোক্ষ করের সহজ পথই তিনি বেছে নিচ্ছেন। চার লাখ ২৬৬ কোটি টাকা ব্যয় করতে গিয়ে তিনি ধনী-গরিব সবার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রয়োগ করতে যাচ্ছেন এবার। উচ্চহারে আয়করের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের পরও অনেক কষ্টে যারা কিছু অর্থ সঞ্চয় করে ব্যাংকে আমানত রাখবে, সেখান থেকেও দ্বিগুণ হারে আবগারি শুল্ক কাটবেন তিনি। এভাবে নানা উপায়ে ভোক্তার ওপর শুল্ক, কর ও ভ্যাটের চাপ বাড়িয়েও গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় ঘাটতির বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ছাড়িয়ে যাবে।
‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ শিরোনামে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য আবুল মাল আবদুল মুহিত চার লাখ ২৬৬ কোটি টাকার যে বাজেট ঘোষণা করছেন আজ, তা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৭.৫ শতাংশ আর সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ২৬ শতাংশ বেশি।