অনলাইন ডেস্ক | ২২ জুন ২০১৮ | ৬:১১ অপরাহ্ণ
জীবিত ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করছেন বাবা। আবার রীতি মেনেই জীবিত বাবার শ্রাদ্ধ করছেন ছেলে। ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ গোয়ালপাড়ায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, পরিবারের বাবা ও ছেলে বাদ দিয়ে অন্য কোনো সদস্য নেই। কোনো কারণে যদি ছেলে কিংবা বাবার মৃত্যু হয়, তাহলে শোক সামলে শ্রাদ্ধ করার কেউ থাকবে না। তাই জীবদ্দশাতেই একে অপরের শ্রাদ্ধ সারলেন সত্তরোর্ধ্ব নিমাই রায় ও তার ছেলে দেবাশীষ রায়।
জানা যায়, নিমাই রায়ের একটি মেয়ে রয়েছে। কিন্তু তার বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন আগে। ৪৫ বছর বয়সী ছেলে দেবাশীষ বিয়ে করেননি। বাবা নিমায়ের সঙ্গেই থাকেন তিনি। এই অবস্থায় দুজনের মধ্যে কেউ একজন যদি মারা যান তাহলে অন্যজনের পক্ষে শ্রদ্ধানুষ্ঠান করা মুশকিল হয়ে যাবে। তাই এই মানসিক চাপ থেকে বাঁচতে জীবিত অবস্থাতেই পরলৌকিক ক্রিয়া সেরে ফেলার তোড়জোড় শুরু করেন তারা।
জানা গিয়েছে, শ্রাদ্ধের জন্য ৫০ জন অতিথিকে খাওয়ানো হয়। আচার মেনেই সম্পন্ন হয় আদ্যশ্রাদ্ধ ও পিণ্ডদান। দই, মিষ্টি দিয়ে ব্রাহ্মণদের খাওয়ানো হয়। বাবা-ছেলের এমন উদ্যোগে হতবাক এলাকাবাসীরা।