অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০১৮ | ১০:১২ অপরাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের দেবীপুরের নিশিড়াগড়ে ২ জুন, সোমবার বড় আকৃতির একটি গোখরা সাপ রাস্তার একপাশ থেকে আরেকপাশে যাচ্ছিল। এ সময় একটি বাস ওই রাস্তা দিয়ে গেলে বাসের চাপায় গোখরাটি মারা যায়। এলাকার মানুষ সাপটিকে রাস্তার পাশে ঝোপে ফেলে দেয়। এরপর যা ঘটলো তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩ জুন, মঙ্গলবার সকাল থেকে বিকট ফোঁস ফোঁস আওয়াজে কয়েকজন চমকে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পায় ওই গোখরা সাপটিকে জড়িয়ে ধরে রেখেছে বিশাল এক কেউটে সাপ। এমন বিরল দৃশ্য দেখার জন্য এলাকার আশপাশের মানুষ ভিড় জমায়।
সিনেমাতে এ ধরনের দৃশ্য দেখা যায়। তবে এবার বাস্তবেই এমন ঘটনা দেখতে পেল দেবীপুরের নিশিড়াগড়ের মানুষ। এলাকাবাসীরা জানান, এ যেন নাগ নাগিনীর প্রেম। সঙ্গী সঙ্গীনিকে ছাড়তে চাইছে না। আবার অনেকে মনে করছেন, পাশের গ্রামেই হচ্ছে মনসা পূজা। এটি দেবীর লীলা। সকাল থেকে দুপুর হয়ে গেলেও কেউটে সাপটি একইভাবে মৃত গোখরাটিকে জড়িয়ে ধরে রেখেছে বলে গ্রামের মানুষ জানায়।