অনলাইন ডেস্ক | ৩১ মে ২০১৭ | ১০:১০ অপরাহ্ণ
মৃত সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট চালানোর আবেদন প্রত্যাখ্যান করেছেন জার্মানির এক আদালত। স্থানীয় সময় ৩১ মে বুধবার দেশটির আদালত এ আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, সন্তান মারা যাওয়ার পর তার অ্যাকাউন্ট বাবা-মা কেউ চালানোর অধিকার রাখেন না।
জানা যায়, বার্লিনে ২০১২ ট্রেনের ধাক্কায় মারা যান ১৫ বছর বয়সী এক সন্তান। এরপর নিহতের মা খুঁজতে থাকেন সন্তানের মৃত্যুর কারণ। ওই মা মনে করেন তার সন্তান আত্মহত্যা করেছেন। এরই প্রেক্ষিতে মৃত্যুর কারণ জানতে তিনি সন্তানের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে চান।
কিন্তু মারা যাওয়া ওই কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ফলে তার মা অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ বা তথ্য পাননি। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে অপরাগতা প্রকাশ করে। এরপরই ওই মা শরণাপন্ন হন আদালতের।
২০১৫ সালে বার্লিনের আদালত এ বিষয়ে রুল জারি করে। বছর দুই পরে সেই আবেদন প্রত্যাখ্যান করে আদেশ জারি করেন।