
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ০৪ জুলাই ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টুন তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল পৌনে ৮ টার দিকে ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩ টি ইউনিট এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনি বলা যাচ্ছে না।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar